রেসলিংয়ে এশিয়ার বর্ষসেরা কোচ ইরানের বানা ও মোহাম্মাদি
পোস্ট হয়েছে: ডিসেম্বর ৩১, ২০১৯

এশিয়ায় রেসলিংয়ে ২০১৯ সালে বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন ইরানের মোহাম্মেদ বানা ও গোলামরেজা মোহাম্মাদি। ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং এশিয়া বর্ষসেরা কোচ হিসেবে তাদের নাম ঘোষণা করেছে। সংস্থাটি প্রতিটি স্টাইলের জন্য ‘বেস্ট রেসলার’ ও ‘বেস্ট কোচ’ এবং ‘মোস্ট অ্যাকটিভ ন্যাশনাল ফেডারেশন’ ঘোষণা করে।
২০১৯ সালে সেরা পারফরমেন্সের ভিত্তিতে এই ফল প্রকাশ করা হয়। যা জিয়ানের (চীন) ইউনাইটেড রেসলিং এশিয়ার সাধারণ পরিষদের অনুমোদিত হয়। এশিয়া মহাদেশে রেসলিংয়ের প্রসার ও বিকাশের লক্ষ্যে ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং এশিয়ার প্রেসিডেন্ট দাউলেত তুরলিখানোভের উদ্যোগে এই ঘোষণা দেয়া হয়।
এতে বছরের সেরা গ্রেকো-রোমান কোচ নির্বাচিত হয়েছেন ইরানের জাতীয় দলের প্রধান কোচ কিংবদন্তি মোহাম্মাদ বানা। তার নেতৃত্বে ইরানি গ্রেকো-রোমান রেসলাররা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে তিনটি ব্রোঞ্জ ও তিনটি অলিম্পিক লাইসেন্স এবং মহাদেশীয় চ্যাম্পিয়নশিপে চারটি স্বর্ণ ও তিনটি ব্রোঞ্জপদক জিতেছে।
অন্যদিকে বর্ষসেরা ফ্রিস্টাইল রেসলিং কোচ নির্বাচিত হয়েছেন ইরানি দলের বর্তমান প্রধান কোচ গোলামরেজা মোহাম্মাদি। সাবেক এই সুপরিচিত কুস্তিগীর বিশ্বকাপে চারবার মেডেল লাভ করেন। এবছর এশিয়ান চ্যাম্পিয়নশিপে ইরানের জাতীয় ফ্রিস্টাইল রেসলিং টিম সাতটি স্বর্ণ ও তিনটি ব্রোঞ্জ মেডেল জিতে আধিপত্য বিস্তার করে। সূত্র: তেহরান টাইমস।