মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

রেডিও তেহরান

পোস্ট হয়েছে: জুন ১৩, ২০২০ 

 

আইআরআইবি ওয়ার্ল্ড সার্ভিস, ইরান।

Website: parstoday.com/bn Email: [email protected] Tel: +98-21-22013764

ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতীয় সম্প্রচার সংস্থার (আইআরআইবি) বিশ্ব কার্যক্রমের অধীনে বাংলা অনুষ্ঠানের সম্প্রচার শুরু হয় ১৯৮২ সালের ১৭ এপ্রিল থেকে। আর রেডিও তেহরানের অনলাইন সংস্করণ পার্সটুডে ২০১৬ সালের জানুয়ারিতে মূলধারার গণমাধ্যম হিসেবে কাজ শুরু করেছে।

 

 

অধিবেশনের শুরুতে বাংলা অনুবাদসহ কুরআন তেলাওয়াত। এরপর বিশ্বের সর্বশেষ খবরাখবর নিয়ে পরিবেশিত হয় বিশ্বসংবাদ। এতে থাকে ঢাকা ও কোলকাতা থেকে প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট। এরপর সংবাদভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে দুটি প্রতিবেদন প্রচার হয়। দৃষ্টিপাতের পর নিচের তালিকা অনুযায়ী অনুষ্ঠান প্রচারিত হয়।

শনিবার ইরান ভ্রমণ কথা-বার্তা ইরান-ইরাক যুদ্ধের ইতিহাস
রোববার পারস্যের প্রতিভা বিশ্বের গর্ব কথা-বার্তা প্রাচ্যবিদদের চোখে মহানবী (সা.)
সোমবার চিঠিপত্রের আসর প্রিয়জন কথা-বার্তা জীবনশৈলী
মঙ্গলবার দর্পন কথা-বার্তা ইরানি পণ্য-সামগ্রী
বুধবার স্বাস্থ্যকথা কথা-বার্তা কুরআনের আলো
বৃহস্পতিবার রংধনু আসর কথা-বার্তা  
শুক্রবার চিঠিপত্রের আসর প্রিয়জন কথা-বার্তা আলাপন (সাক্ষাৎকার)

* বিশেষ দিবস উপলক্ষে নিয়মিত অনুষ্ঠানের পরিবর্তে বিশেষ অনুষ্ঠান প্রচার করা হয়।​

 
   

 

 

  

সান্ধ্য অধিবেশন ৩১ মিটার ব্যান্ডে ৯৮১০ কিলোহার্টসে (বাংলাদেশ ও ভারতে)
সান্ধ্য অধিবেশন ৩১ মিটার ব্যান্ডে ৯৪৬৫ কিলোহার্টসে (সৌদি আরবে)
নৈশ অধিবেশন ৪১ মিটার ব্যান্ডে ৭৩০৫ কিলোহার্টসে (বাংলাদেশ ও ভারতে)

 

 

 

 

 

 

ইউটিসি সময় সান্ধ্য অধিবেশন 14:20-15:20 নৈশ অধিবেশন 16:20-16:50
বাংলাদেশ সময় সান্ধ্য অধিবেশন 20:23-21:23   নৈশ অধিবেশন 22:23-22:53
ভারত সময় সান্ধ্য অধিবেশন 19:53-20:53 নৈশ অধিবেশন 21:53-22:23
সৌদি আরব সময় সান্ধ্য অধিবেশন 17:23-18:23 পুনঃপ্রচার 03:50-4-50

 

*আমাদের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ্‌র-৫ স্যাটেলাইটেও প্রচারিত হয়।

 
   

 

 

 

www.facebook.com/groups/radiotehran www.facebook.com/RadioTehranBN
  twitter.com/RadioTehranBN

 

 
   

 

 

 

ভারত বাংলাদেশ ইরান
Bangla Program

Radio Tehran

Post Box no : 4222

New Delhi :110048, India

বাংলা অনুষ্ঠান

রেডিও তেহরান

জি. পি. ও বক্স নম্বর : ৪০০২

ঢাকা- ১০০০, বাংলাদেশ

Bangla Program

Radio Tehran

Post Box No- 6767-19395

Tehran, Iran