রেজিস্টেন্স চলচ্চিত্র উৎসবের জুরি বোর্ড ঘোষণা
পোস্ট হয়েছে: নভেম্বর ১৮, ২০২০
ষোড়শ রেজিস্টেন্স আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আনুষ্ঠানিক প্রতিযোগিতার জন্য জুরি বোর্ড তথা বিচারক প্যানেল ঘোষণা করা হয়েছে।
জুরি বোর্ডে রয়েছেন- সিনেমাটোগ্রাফার মোহাম্মাদ দাভুদি, অভিনেতা ফরহাদ কায়েমিয়ান, সম্পাদক বাহরাম দেহকানি, প্রযোজক মোহাম্মাদ খাজায়েই এবং পরিচালক জামাল শারজেহ, মোহাম্মাদ-হাদি কারিমি ও অস্ট্রেলিয়ার ক্রিস্টিন জেমস।
আনুষ্ঠানিক প্রতিযোগিতা বিভাগে ১২টি চলচ্চিত্র প্রতিদ্বন্দ্বিতা করবে। আন্তর্জাতিক এই উৎসবের দ্বিতীয় পর্ব ২১ থেকে ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে। সূত্র: তেহরান টাইমস।