রেজিস্টেন্স চলচ্চিত্র উৎসবে ছবি পাঠানোর সময় বাড়লো
পোস্ট হয়েছে: আগস্ট ১৯, ২০২০
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2020/08/3527455.jpg)
ইরানে অনুষ্ঠিতব্য ষোড়শ রেজিস্টেন্স আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণে আগ্রহীদের চলচ্চিত্র পাঠানোর সময়সীমা ১৪দিন বাড়ানো হয়েছে। বর্ধিত সময়সীমা অনুযায়ী উৎসবে অংশ নিতে ইচ্ছুক ব্যক্তিদের ৩১ আগস্টের মধ্যে তাদের চলচ্চিত্র কর্ম জমা দিতে হবে। উৎসবের জনসংযোগ ও তথ্য কেন্দ্র এই তথ্য জানিয়েছে।
ষোড়শ রেজিস্টেন্স আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২১ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ইরানের পবিত্র প্রতিরক্ষা সপ্তাহে আয়োজিত আন্তর্জাতিক এই উৎসবে থাকবে ‘ডিফেন্ডার্স অব হেল্থ’ শীর্ষক বিভাগ। অন্যদিকে ২১ থেকে ২৭ নভেম্বরের উৎসবে থাকবে ‘মেইন কমপিটিশন’, ‘রেজিস্টেন্স প্রমিনেন্ট মারটায়ার- স্পেশাল সেকশন’, ‘বেস্ট ফিল্ম কম্পিটিশন ইন অ্যাবসুলেট সেন্স’ ও ‘ন্যারেশনস অব পেন – স্ক্রিপ্ট রাইটিং কম্পিটিশিন’ শীর্ষক বিভাগ।
উৎসবের দ্বিতীয় পর্বে অংশগ্রহণে আগ্রহীরা তাদের আবেদন ২১ অক্টোবরের মধ্যে জমা দিতে পারবে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।