বৃহস্পতিবার, ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

রেইনবো আন্তর্জাতিক উৎসবে ‘মাদারলেস’র পুরস্কার জয়

পোস্ট হয়েছে: জুন ১১, ২০২৩ 

news-image

ইরানি চলচ্চিত্র নির্মাতা মোর্তেজা ফাতেমি পরিচালিত ‘মাদারলেস’ চলচ্চিত্রটি লন্ডনের ২৪তম রেইনবো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা পরিচালকের পুরস্কার জিতেছে। মারজান নামের একজন নারী মা হওয়ার আকাঙ্ক্ষা করেন। তার সেই গল্প নিয়েই ছবিটি তৈরি করা হয়েছে। তিনি মাহরুজের সাথে দেখা করেন। মাহরুজ নামে এই নারী তার ছেলের কিডনি প্রতিস্থাপনের জন্য অর্থ সংগ্রহের চেষ্টা করেন।

‘মাদারলেস’ এর আগে সিলভার বিয়ার পুরস্কার বিজয়ী ইন্দোনেশিয়ান চলচ্চিত্র ‘কামিলা আন্দিনি…’ এর সাথে যৌথভাবে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে।

ফাতেমির ছবিতে অভিনয় করেছেন আমির আগাই, মিত্র হাজ্জার, পেজমান জামশিদি, পারদিস পোর-আবেদিনি, আলী ওজি, বিটা আজিজ, সারা মোহাম্মদী এবং ফাতেমে মির্জাই।

২৪তম রেইনবো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২৮ মে ইস্ট লন্ডনে শুরু হয়ে শেষ হয় ৪ জুন। সূত্র: মেহর নিউজ।