রেইনড্যান্স উৎসবে সেরা ছবি ফারসি ভাষার চলচ্চিত্র ‘উইনার্স’
পোস্ট হয়েছে: নভেম্বর ১০, ২০২২

৩০তম রেইনড্যান্স ফিল্ম ফেস্টিভালে ফারসি ভাষার নাটক ‘উইনার্স’ সেরা ইউকে ফিচার হিসেবে নির্বাচিত হয়েছে।ইরানি-ব্রিটিশ চলচ্চিত্র নির্মাতা হাসান নাজের পরিচালিত চলচ্চিত্রটি পুরোপুরি ইরানে শ্যুট করা হয়। এতে অভিনয় করা সবাই ফারসি ভাষাভাষী।ইরানের একটি দরিদ্র গ্রাম নিয়ে ‘উইনার্স’ এর মূল গল্প এগিয়ে গেছে। গ্রামের শিশুরা তাদের পরিবারকে সাহায্য করতে কঠোর পরিশ্রম করে। তাদের ছোট হাতগুলো আবর্জনার বিশাল স্তূপের মধ্যে গুপ্তধনের সন্ধান করে বেড়ায়। একদিন, নয় বছর বয়সী ইয়াহিয়া এবং তার বন্ধু লীলা একটি মূল্যবান সোনার মূর্তি খুঁজে পায়।চলচ্চিত্রটিতে সহায়তা করে স্কটিশ সরকারি সংস্থা ক্রিয়েটিভ স্কটল্যান্ড। ২০২৩ অস্কারে আন্তর্জাতিক ফিচার পুরস্কারের জন্য যুক্তরাজ্যের পক্ষ থেকে ছবিটি জমা দেওয়া হয়েছে।এটি এর আগে স্কটল্যান্ডের এডিনবার্গ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দর্শক পুরস্কার জিতেছে।গত শুক্রবার রেইনড্যান্স ফিল্ম ফেস্টিভালের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। সূত্র: তেহরান টাইমস।