বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

রুশ ছাত্র উৎসবে সেরা সংক্ষিপ্ত তথ্যচিত্র ‘জারি’

পোস্ট হয়েছে: ডিসেম্বর ১, ২০২২ 

news-image
রাশিয়ার মস্কোতে ৪২তম ভিজিআইকে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ফেস্টিভালে ইরানি পরিচালক আরমান কলিপুর দাশতাকির ‘জারি’ সেরা শর্ট ডকুমেন্টারি নির্বাচিত হয়েছে।
ইসফাহানের আর্ট ইউনিভার্সিটির ছাত্র কলিপুর পশ্চিম ইরানে বসবাসকারী একজন গ্রাম্য নারী জারিকে নিয়ে ডকুমেন্টারিটি নির্মাণ করে। যখন তার বয়স ১১ বছর ছিল তখন তার বাবা-মা তাকে ২৫ বছর বয়সী একজন পুরুষকে বিয়ে করতে বাধ্য করে। তখন থেকে তার চ্যালেঞ্জিং জীবন শুরু হয়। সে অন্যান্য গ্রামীণ নারী থেকে আলাদা। কারণ সে একটি পিকআপ ট্রাক চালায় এবং ১৬ হাজার গ্রামবাসীকে গ্যাস সিলিন্ডার বিতরণ করে৷
ইরানি পরিচালক মিলাদ নাসিম-সোবহানের ‘ডোন্ট ব্রিথ’ পেশাদার জুরি থেকে ‘সিনেমাটোগ্রাফিতে পেশাদার দক্ষতার জন্য’ বিশেষ ডিপ্লোমা জিতেছে।
 সূত্র: তেহরান টাইমস।