বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

রুশ উৎসবে যাচ্ছে ২ ইরানি শর্ট ফিল্ম

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ৫, ২০২১ 

news-image

রাশিয়ার লাম্পা চলচ্চিত্র উৎসবে যাচ্ছে দুই ইরানি স্বল্পদৈর্ঘ্য ছবি ‘স্কাই সান, টাইল সান’ ও ‘মেবি টুমরো’। রুশ উৎসবের এবারের ৮ম পর্বে ছবি দুটি অংশ নেবে।

ইরানি অ্যানিমেশন ছবি ‘স্কাই সান, টাইল সান’ পরিচালনা করেছেন জিবা আরজহাঙ। সংলাপ ছাড়া মাত্র ছয় মিনিটের প্রতীকী ছবি এটি। অ্যানিমেশনটিতে ১২টি চরিত্র রয়েছে। সবাইকেই মূল চরিত্র হিসেবে বিবেচনা করা হয়। কারণ তারা তাদের বিশ্ব বিনির্মাণের জন্য একত্রে কাজ করে।

সম্প্রতি চলচ্চিত্রটি ইতালির ট্রাসি সিনেমাটোগ্রাফিক চলচ্চিত্র উৎসবের দশম আসরে সেরা অ্যানিমেশন ছবির পুরস্কার লাভ করে।

নির্মাতা মোহাম্মাদ রেজা হাসানি রাঞ্জবার পরিচালিত ও আমির দেজহাকাম প্রযোজিত ‘মেবি টুমরো’ লাম্পা চলচ্চিত্র উৎসবে দেখানো হবে।
রাশিয়ার মস্কোতে ১৫ থেকে ১৮ অক্টোবর চলচ্চিত্র উৎসবটি অনুষ্ঠিত হবে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।