রুশ উৎসবে যাচ্ছে ইরানের ‘ক্র্যাব’
পোস্ট হয়েছে: জুলাই ১৯, ২০২১
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2021/07/3736301.jpg)
রাশিয়ার ইনসোমনিয়া আন্তর্জাতিক অ্যানিমেশন চলচ্চিত্র উৎসবে দেখানো হবে ইরানি অ্যানিমেশন ‘ক্র্যাব’। নির্মাতা শিভা সাদেক আসাদির ছবিটি উৎসবের এবারের ৮ম আসরে প্রতিদ্বন্দ্বিতা করবে।
১১মিনিটের অ্যানিমেশন ‘ক্র্যাব’ এ লাজুক ও বিচ্ছিন্ন একটি বালকের গল্প তুলে ধরা হয়েছে। বালকটি স্কুল থিয়েটার গ্রুপে যোগ দিতে চায়। কিন্তু তাকে কেবল কাঁকড়ার ভূমিকায় অভিনয় করার প্রস্তাব দেয়া হয়।
এর আগে ‘ক্র্যাব’ বেশ কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হয়। অ্যানিমেশনটি ১ থেকে ৪ জুলাই ‘ফেস্ট আনকা’ আন্তর্জাতিক অ্যানিমেশন উৎসবে অংশ নেয়। সূত্র: মেহর নিউজ এজেন্সি।