রুশ উৎসবে পুরস্কার পেল ইরানি অ্যানিমেশন
পোস্ট হয়েছে: অক্টোবর ১৭, ২০২২

আব্দুল্লাহ আলি মোরাদ পরিচালিত ইরানি অ্যানিমেশন “লেটস মেক পিস” রাশিয়ার আনিমুর ইন্টারন্যাশনাল অ্যানিমেটেড ফিল্ম ফেস্টিভাল থেকে সেরা অ্যানিমেশন পুরস্কার জিতেছে।সোরে অ্যানিমেশন সেন্টারে আলি মোরাদের ছবিটি রাশিয়ার খাবারোভস্কে অ্যানিমুর ইন্টারন্যাশনাল অ্যানিমেটেড ফিল্ম ফেস্টিভাল থেকে এই পুরস্কার জিতেছে।অ্যানিমুর আন্তর্জাতিক অ্যানিমেশন চলচ্চিত্র উৎসব ৩০ সেপ্টেম্বর রাশিয়ার খাবারোভস্কে শুরু হয়। সূত্র: মেহর নিউজ।