রুশ উৎসবে পুরস্কার জিতেছে ইরানের ‘কান পামেনার’
পোস্ট হয়েছে: আগস্ট ১৬, ২০২৩

অনলাইন রুশ চলচ্চিত্র উৎসব পাত্রিকি ফিল্ম ফেস্টিভালে বিশেষ পুরস্কার জিতেছে আশকান দারভিশির ইরানি চলচ্চিত্র ‘কান পামেনার’ । ছবিটিতে তেহরানের দরিদ্র পাড়ার শিশুদের গল্প তুলে ধরা হয়েছে। এতে আফগানিস্তানের নির্যাতিত মেয়েদের গল্পও তুলে ধরা হয়েছে।
সিয়ামক সাফারি, বাবাক নুরি, আলিরেজা ওস্তাদি, নেদা হোসেইনি, সাইরুস হেমতি, মেহেদি তারখ এবং ফারিবা কোসারি চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন। সূত্র: তেহরান টাইমস।