রুশ আইসিটি প্রদর্শনীতে ইরানি বিজ্ঞানভিত্তিক কোম্পানি
পোস্ট হয়েছে: নভেম্বর ৮, ২০২০

মস্কোর ৩২তম আন্তর্জাতিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রদর্শনীতে অংশ নিয়েছে ইরানের কিছু বিজ্ঞানভিত্তিক কোম্পানি। তথ্য প্রযুক্তি মেলায় ইরানি কোম্পানিগুলো নিজেদের উদ্ভাবিত সর্বশেষ পণ্য ও সেবাগুলো প্রদর্শন করছে।
ইরানের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ভাইস প্রেসিডেন্সির সহায়তায় দেশটির ৯টি বিজ্ঞানভিত্তিক কোম্পানি এবং ডিজিটাল অর্থনীতি খাতে তৎপর ইরানি ইন্ডাস্ট্রি মস্কোর এই আইসিটি প্রদর্শনীতে অংশ নিয়েছে।
৩২তম আন্তর্জাতিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মেলায় রাশিয়ার ১৬০টি নামকরা কোম্পানি ও ২০টি দেশ অংশ নিয়ে তাদের উদ্ভাবিত পণ্য ও সেবা তুলে ধরছে। মেলার ইরানি প্যাভিলিয়নে নিজেদের প্রযুক্তিগত উদ্ভাবনগুলো প্রদর্শন করার সুযোগ পাচ্ছেন ইরানি স্কলাররা। সূত্র: মেহর নিউজ এজেন্সি।