বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

‘রুট সিক্সটি সিক্স’ উৎসবে ১৬ ইরানি ছবি

পোস্ট হয়েছে: নভেম্বর ৯, ২০২২ 

news-image
‘রুট সিক্সটি সিক্স’ চলচ্চিত্র উৎসবের এবারের ২১তম আসরে দেখানোর জন্য ১৬টি ইরানি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের একটি তালিকা বাছাই করা হয়েছে। উৎসবটি বর্তমানে ইলিনয়ের রাজধানী শহর স্প্রিংফিল্ডে চলছে।
‘রুট সিক্সটি সিক্স’ চলচ্চিত্র উৎসবটি ১৪ নভেম্বর পর্যন্ত সম্পূর্ণ অনলাইনে চলবে। ১২ নভেম্বর পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্রগুলির আলাদা প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
তালিকায় রয়েছে মোহসেন সালেহফারদের প্রশংসিত অ্যানিমেশন মুভি ‘দ্য স্ট্যাচু’। ভারতের ২০২২ খামরুবু আন্তর্জাতিক শর্ট ফিল্ম ফেস্টিভালে ছবিটি পুরস্কার জিতেছে।উৎসবে মরিয়ম খোদাবখশের ‘ওয়ার্ল্ড কাপ’ও দেখানো হবে। সূত্র: তেহরান টাইমস।