‘রিয়াদ চাইলে ইরান-সৌদি সম্পর্ক ভাল হতে পারে’
পোস্ট হয়েছে: ডিসেম্বর ১৪, ২০১৫

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন জাবের-আনসারি বলেছেন, রিয়াদ আন্তরিকভাবে চাইলে ইরান-সৌদি আরব সম্পর্ক ভালো হতে পারে। সোমবার তেহরানে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন তিনি।
জাবের-আনসারি আরো বলেন, ইরান এবং সৌদি আরবের সম্পর্কে বড় ধরণের পরিবর্তনের সুযোগ রয়েছে। ইরানের পররাষ্ট্র নীতির মূল ভিত্তি হচ্ছে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কূটনৈতিক পদক্ষেপ এবং আলোচনার ভিত্তিতে সব সমস্যার সমাধান করা। ইরানের এ নীতি অব্যাহত থাকবে- উল্লেখ করে তিনি বলেন, সৌদি সরকার আন্তরিকভাবে ইচ্ছা করলে দ্বিপক্ষীয় সম্পর্কে বিরাজমান পরিস্থিতি পরিবর্তনের সুযোগ সৃষ্টি হবে।
সূত্র: আইআরআইবি