রিলিজিয়ন টুডে ফিল্ম ফেস্টিভালের জুরি এলাহি নোবাখত
পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ২০, ২০২১
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2022/01/3895038.jpg)
ইরানের প্রখ্যাত প্রযোজক এলাহি নোবাখত ২৪তম রিলিজিয়ন টুডে ফিল্ম ফেস্টিভালের জুরি নির্বাচিত হয়েছেন। ইরানি ডকুমেন্টারি ‘বিলাভড’ তারই প্রযোজনায় তৈরি। এলাহি নোবাখত ইএলআই ইমেজের সিইও। তার প্রতিষ্ঠান আন্তর্জাতিক চলচ্চিত্র তৈরি ও সরবরাহ করে থাকে। একই সঙ্গে সুইজ্যারল্যান্ডের জেনেভার ইন্টারন্যাশনাল ওরিয়েন্টাল ফিল্ম ফেস্টিভাল, বৈরুতের ইন্টারন্যাশনাল ওমেন ফিল্ম ফেস্টিভাল, নেদারল্যান্ডের মিনা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালসহ বিভিন্ন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে জুরি হিসেবে এলাহি নোবাখতের পেশাগত অভিজ্ঞতা রয়েছে। তার বিলাভড ডকুমেন্টারিটি বিভিন্ন আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভালে প্রদর্শিত হয়েছে। তিনি নেদারল্যান্ড ও ইরানের যৌথ উদ্যোগে নির্মিত চলচ্চিত্র ‘ফাইন্ডিং ফারিদেহ’এর ডিস্ট্রিবিউটর। এ চলচ্চিত্রটি গত বছর অস্কারে প্রদর্শনের জন্যে পাঠানো হয়েছিল। তেহরান টাইমস