রিলিজিয়ন টুডে উৎসবে সেরা স্বল্পদৈর্ঘ্য ‘গ্রেভইয়ার্ড’
পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ২২, ২০২২

২৫তম রিলিজিয়ন টুডে চলচ্চিত্র উৎসবে ইরানি নাটক ‘গ্রেভইয়ার্ড’ সেরা শর্ট ফিল্ম নির্বাচিত হয়েছে। রোববার ইতালীয় শহর ট্রেনটোতে আয়োজকরা বিজয়ীদের নাম ঘোষণা করেন।
আলী দারাই পরিচালিত চলচ্চিত্রটি ইরানে ছড়িয়ে পড়া সাধারণ বিষয়গুলোর একটি নিয়ে নির্মাণ করা হয়েছে। এতে অল্পবয়সী এক মায়ের গল্প উপস্থাপন করা হয়েছে। সে অবহেলার কারণে তার সন্তানকে হারিয়েছে। এদিকে, ইরানে দাফনের অনুমতি পাওয়ার জন্য পিতার উপস্থিতি প্রয়োজন, তাই তরুণী মা তার নিখোঁজ স্বামীকে খুঁজে বের করার চেষ্টা করছেন এবং সময়ের সাথে সাথে তিনি গুরুতর সমস্যায় জড়িয়ে পড়েন। ইরানের পরিচালক নার্গেস আবিয়ার, মঙ্গোলিয়ার সেঞ্জেল দাভাসাম্বু, মার্কিন যুক্তরাষ্ট্রের মাইকেল ম্যাডিসন, ইতালির প্যাট্রিজিয়া মরগান্তে এবং নাইজেরিয়ার গডফ্রে ওমোডোরিওনের সমন্বয়ে গঠিত জুরি বোর্ড বিভিন্ন বিভাগে বিজয়ীদের বাছাই করেন।সূত্র: তেহরান টাইমস।