রিও অলিম্পিকে সোনা জিতে কথা রাখলেন ইরানের ভারত্তোলক কিয়ানুশ রোস্তামি
পোস্ট হয়েছে: আগস্ট ১৪, ২০১৬

ইরানের ভারত্তোলক কিয়ানুশ রোস্তামি নিজের গড়া রেকর্ড ভেঙ্গে এবার রিও অলিম্পিকে সোনা জিতেছেন। পুরুষের ৮৫ কেজি ক্যাটাগরিতে তিনি এ সোনা জেতেন। ২৫ বছরের রোস্তামি চার বছর আগে একই গ্যাটাগরিতে লন্ডনে বোঞ্জ জিতেছিলেন।
রোস্তামি বলেন, প্রশিক্ষণের সময় তিনি ২২৫ কেজি পর্যন্ত ভারত্তোলন করেছেন। রিওতে সোনা জেতার পর তার ভক্তরা তাকে অভিনন্দন জানান। রিওতে অলিম্পিকে যাবার আগে রোস্তামি বলেছিলেন, স্বর্ণপদক না জেতা পর্যন্ত তার কোনো স্বস্তি নেই এবং মানুষের খুশির কোনো মূল্যও তার কাছে নেই।সূত্র: প্রেস টিভি