মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

রিও অলিম্পিকে কুস্তিতে সোনা পেলেন ইরানের হাসান ইয়াজদানি

পোস্ট হয়েছে: আগস্ট ২১, ২০১৬ 

news-image

৭৪ কেজি টাইটেল বাউটে ইরানের কুস্তিগীর হাসান ইয়াজদানি রিও অলিম্পিকে সোনা জিতেছেন। রাশিয়ার কুস্তিগীর আনিউর জেদুভকে হারিয়ে তিনি এই সোনা জিতে নেন। কুস্তির সময়ে আনিউর জেদুভের চোখে আঘাত লেগে রক্তাক্ত হয়ে যায়। বেশ কয়েকবার তাদের মধ্যেকার কুস্তী লড়াই থামিয়ে দিতে হয়।

এর আগে ইরানের আরো দুই কুস্তিগীর কিয়ানোশ রোস্তামি ও সোহরাব মোরাদি দুটি স্বর্ণপদক পান। একই সঙ্গে ইরানি নারী কিমিয়া আলিজাদেহ তায়কোন্দতে ব্রোঞ্জ পদক পান। একই সঙ্গে ফ্রিস্টাইল হাসান রাহিমি পান ব্রোঞ্জ পদক।

সূত্র: তেহরান টাইমস