রিও অলিম্পিকে ইরানের চতুর্থ পদক জয়
পোস্ট হয়েছে: আগস্ট ১৮, ২০১৬

ব্রাজিলের রিও অলিম্পিকে গ্রেকো-রোমান কুস্তির ৯৮ কেজি ওজনশ্রেণিতে ইরানের কুস্তিগির কাসেম রেজায়ী ব্রোঞ্জ পদক জিতেছেন। চলতি অলিম্পিকে এটি ইরানের চতুর্থ পদক।
এর আগে গ্রেকো-রোমান কুস্তির ৭৫ কেজি ওজনশ্রেণিতে ইরানের কুস্তিগির সাঈদ মোরাদ আবদেওয়ালী ব্রোঞ্জ পদক জেতেন।
মঙ্গলবার রাতে সুইডেনের কুস্তিগির ফ্রেডিক স্কোনের সঙ্গে ৪-৪ ব্যবধানে টাই করায় তাঁর ব্রোঞ্জ পদক জয় নিশ্চিত হয়ে যায়। এর আগে তিনি চীনা প্রতিপক্ষ শিয়াও ডি-কে ৭-০ ব্যবধানে হারিয়ে ব্রোঞ্জ পদক নির্ধারনী প্লেঅফে খেলার যোগ্যতা অর্জন করেন।
এর আগে শুক্রবার পুরুষদের ৮৫ কেজি ওজন শ্রেণিতে স্ন্যাচ বিভাগে ১৭৯ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে ২১৭ কেজি (মোট ৩৯৬ কেজি) ওজন তুলে ইরানকে প্রথম স্বর্ণ পদক এনে দেন ভারোত্তলক কিয়ানুশ রোস্তামি।
এর একদিন পর শনিবার ইরানি ভারোত্তলক সোহরাব মোরাদি ৯৪ কেজি ওজন শ্রেণিতে স্ন্যাচ বিভাগে ১৮২ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে ২২১ কেজি (মোট ৪০৩ কেজি ) উঠিয়ে স্বর্ণ পদক লাভ করেন।
সূত্র: পার্সটুডে, প্রেসটিভি