রাহিম জিমিকে নিয়ে প্রামাণ্য চলচ্চিত্র ভারতের উৎসবে
পোস্ট হয়েছে: জুলাই ১০, ২০১৮
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2018/07/12_documentry.jpg)
ইরানের সাদাত আলী সাইদপুর তরুণ চিত্রশিল্পী রাহিম আজিমিকে নিয়ে যে প্রামাণ্য চলচ্চিত্র তৈরি করেছেন তা ভারতে চতুর্থ হোয়াটাশর্ট ইনডেপেন্টডেন্ট ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে অংশ নিচ্ছে। দুর্ঘটনায় দুটি হাতই হারান রাহিম আজিমি। এরপরও ২৩ বছরের এই তরুণ ইরানি চিত্রশিল্পী তার দুই পা দিয়ে চিত্রকর্ম করেন। পূর্ব আজারবাইজান প্রদেশের তাব্রিজে তার বাড়ি। তার বিখ্যাত শিল্পকর্ম ‘তাজহিব’ বেশ প্রশংসা কুড়িয়েছে। আর্থিক সংকট থাকলেও ইন্সট্রাগ্রাম একাউন্টে তার শিল্পকর্ম বিক্রি করে শিল্প সাধনা ধরে রেখেছেন ইরানের এই তরুণ শিল্পী। ফিনান্সিয়াল ট্রিবিউন