শুক্রবার, ৩১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

রাশিয়া থেকে এস-৩০০ ক্ষেপণাস্ত্রের প্রথম চালান ইরানে পৌঁছেছে

পোস্ট হয়েছে: জুলাই ১৯, ২০১৬ 

news-image

ইসলামি প্রজাতন্ত্র ইরানকে অত্যাধুনিক এস-৩০০ বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের প্রথম চালান ইরানে পৌঁছে দিয়েছে রাশিয়া। মস্কো-তেহরান সামরিক চুক্তির অংশ হিসেবে এসব ক্ষেপণাস্ত্র ইরানকে দেয়া হয়।

ইরানের তাসনিম সংবাদ সংস্থার প্রকাশিত খবরে বলা হয়েছে, সম্প্রতি এসব ক্ষেপণাস্ত্র ইরানকে দেয়া হয়।

২০০৭ সালের সই করা চুক্তি অনুযায়ী এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা ইরানে সরবরাহ করেছে রাশিয়া। পাশ্চাত্যের চাপের মুখে ২০১০ সালে মস্কো এ চুক্তি বাতিল করতে বাধ্য হয়েছিল। অবশ্য অন্তর্বর্তী পরমাণু সমঝোতার পর গত বছরের এপ্রিল মাসে স্বআরোপিত নিষেধাজ্ঞা তুলে নেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এর আগে ইরানের খাতামুল আম্বিয়া বিমান প্রতিরক্ষা ঘাঁটির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ফারজাদ ইসমাইলি জানিয়েছেন, চলতি ফার্সি বছরের শেষ নাগাদ এস-৩০০ দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা চালু করা হবে। সূত্র: পার্সটুডে