রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

রাশিয়া, চীন ও ইন্দোনেশিয়ার কাছে জঙ্গিবিমান বিক্রি করবে ইরান, চুক্তি সই

পোস্ট হয়েছে: নভেম্বর ২৭, ২০১৮ 

news-image

ইসলামি প্রজাতন্ত্র ইরান বলেছে, অভ্যন্তরীণভাবে নির্মিত জঙ্গিবিমান রপ্তনির জন্য প্রস্তুত রয়েছে তেহরান। ইরানের কিশ দ্বীপে সম্ভাব্য ক্রেতাদের সামনে বিমান প্রদর্শনীর পর তেহরান একথা বলেছে।

ইরানের বিমান শিল্প সংস্থা বা আইএআইও’র প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আবদুল করিম বানতারাফি  সোমবার বিমান প্রদর্শনী উদ্বোধনের পর এ ঘোষণা দেন। তিনি সাংবাদিকদের বলেন, “আমরা যেসব পণ্য বিক্রির জন্য অনুমতি পেয়েছি তা রপ্তানির লক্ষ্যে এরইমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি।” তিনি  আরো জানান, ইরান প্রশিক্ষণ বিমানও রপ্তানি করবে।

বানতারাফি জনান, কাউসার জঙ্গিবিমান রপ্তানির জন্য ইরান এরইমধ্যে রাশিয়া, চীন ও ইন্দোনেশিয়ার সঙ্গে চুক্তিতে পৌঁছেছে।

গত আগস্ট মাসে ইরান প্রথমবারের মতো অভ্যন্তরীণ নকশায় নির্মিত কাউসার জঙ্গিবিমানের উদ্বোধন করেছে। চতুর্থ প্রজন্মের এ বিমানে উন্নত অ্যাভিয়নিক্স অ্যান্ড ফায়ার কন্ট্রোল সিস্টেম রয়েছে। এ বিমান একক ও দ্বৈত-ককপিট টাইপে তৈরি করা যায়। এ বিমানকে প্রশিক্ষণ বিমান হিসেবেও ব্য্হার করা যায় আবার যুদ্ধ-সক্ষমতাও রয়েছে। পার্সটুডে।