রাশিয়ায় পুতুল উৎসবে যোগ দেবে ইরান
পোস্ট হয়েছে: জুলাই ৩০, ২০১৮
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2018/07/12_puppet.jpg)
রাশিয়ায় আগামী ১৪ থেকে ১৮ সেপ্টেম্বর যে পুতুল নাট্য উৎসব হবে তাতে ইরান যোগ দিবে। ইরানের পুতুল নাট্য পরিচালক হামেদ জারিয়ানের পরিচালনায় ওই উৎসবে ‘এ ড্রিমি ট্রিপ’ প্রদর্শিত হবে। এ পুতুল নাট্যকাহিনী লিখেছেন জারিয়ান ও আবোলফজল ভারমাজিয়ার। পারস্য কাহিনী অবলম্বনে এ পুতুল নাটক লেখা হয়েছে। পুতুল নাটক ছাড়াও পুতুল প্রদর্শনীতে সঙ্গীতের বিশেষ আয়োজন করবে ইরান। ইরানের ঐতিহ্যবাহী পুতুল গল্প যা নাকালি হিসেবে পরিচিত তাও রুশ উৎসবে উপস্থাপন করা হবে। এছাড়া ইরানের ঐতিহ্যবাহী আজারবাইজান অঞ্চলের ছাগল পুতুল প্রদর্শন ছাড়াও চিত্রশিল্প ব্যবহার করে নাটকীয় সব পুতুলের গল্প উপস্থাপন করবে ইরানের পুতুল শিল্পীরা। ফিনান্সিয়াল ট্রিবিউন