মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

রাশিয়ায় কার্টুন প্রতিযোগিতায় পুরস্কার পেলেন আলিরেজা নুসরাতি

পোস্ট হয়েছে: এপ্রিল ৮, ২০২১ 

news-image
কার্টুনটিতে দেখানো হয়েছে একটি গাছের পাতার ওপর দিয়ে অনেক গাড়ি যাচ্ছে। গাছের পাতাটিকে প্রতীকীভাবে এ পৃথিবীর ভূপৃষ্ঠ বিবেচনায় এনে তার শিরা উপশিরায় যে সার বেঁধে গাড়ি যাচ্ছে তাতে উন্নয়ন বা অধিক কার্বণ নিঃসরণের ক্ষতিকর দিকটি ফুটে উঠেছে। রাশিয়ায় ওয়ান পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস

এনভায়রনমেন্টাল কার্টুন প্রতিযোগিতায় প্রথম পুরস্কার জিতে নেয়া আলিরেজার এ কার্টুনটি। কার্টুনটির নাম দেওয়া হয়েছে ‘প্লেগ’। গাছের পাতার ওপর বা এর শিরা উপশিরায় সার বেঁধে গাড়ি চলাচলে পাতাটির গায়ে যেনো প্লেগ রোগের সৃষ্টি হয়েছে। কার্টুনে এটিই ফুটিয়ে তুলেছেন আলিরেজা। জলবায়ু উষ্ণতা, সম্পদের অতিরিক্ত ব্যবহার , বর্জ্য যা প্রকৃতিকে নিঃশেষ করে দিচ্ছে। এ কার্টুন প্রতিযোগিতায় বিশে^ মানুষের বসতি যে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে তারই ওপর কার্টুন আহবান করা হয়েছিল। রাশিয়ার পরিবেশ আন্দোলন বা রাশিয়ান ইকোলজিক্যাল মুভমেন্ট আরইডি এ কার্টুন প্রতিযোগিতার আয়োজন করে। এ কার্টুন প্রতিযোগিতায় দ্বিতীয় পুরস্কার পেয়েছেন পোলিশ কার্টুনিস্ট গ্রজেগোজ সুমোমস্কি ও তৃতীয় পুরস্কার পেয়েছেন রাশিয়ার ফালদিন পরিবার। এ পরিবারটি ধারাবাহিক কিছু পোস্টার প্রতিযোগিতায় উপস্থাপন করে। এছাড়া ইরানি কার্টুনিস্ট মোহাম্মাদ রায়ই সম্মানজনক পুরস্কার পান। তেহরান টাইমস