বুধবার, ৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

রাশিয়ায় ইরানের রপ্তানি বেড়েছে ২০ শতাংশ

পোস্ট হয়েছে: জুলাই ২৮, ২০২০ 

news-image

করোনাভাইরাস মহামারির মধ্যেও চলতি ইরানি বছরের প্রথম তিন মাসে ( ১৯ মার্চ থেকে ১৯ জুন) রাশিয়ায় ইরানের রপ্তানি ২০ শতাংশ বেড়েছে। অর্থাৎ করোনা পরিস্থিতি দুদেশের দ্বিপাক্ষিক বাণিজ্যে কোনো প্রভাব ফেলেনি। এই তথ্য জানিয়েছেন ইরান-রুশ যৌথ চেম্বার অব কমার্স এর চেয়ারম্যান হাদি তিজহুশ তাবান।

তিনি বলেন, করোনাভাইরাস প্রাদুর্ভাব সত্বেও রাশিয়ায় ইরানের রপ্তানি ২০ শতাংশের ওপরে বেড়েছে এবং এটা অর্থনৈতিক সম্পর্কের ওপর কোনো প্রভাব ফেলেনি।

ইরান-ইউরেশিয়া জাতীয় কার্যালয় তৈরি প্রসঙ্গে তাবান বলেন, বাণিজ্যিক সম্পর্ক বিকাশে ইরান রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় প্রদেশগুলোতে একটি নেটওয়ার্ক তৈরির প্রতি নজর দিচ্ছে।

রাশিয়ার ইরানের করিডোর ব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, করিডোর ইরানের জন্য একটি সুযোগ যার মাধ্যমে ইরান ইউরোপকে রেল ট্রানজিটে যুক্ত করতে পারে। প্রতিবেশী দেশগুলো বিশেষ করে রাশিয়া এর প্রতি নজর দিচ্ছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।