রাশিয়ায় ইরানের রপ্তানি বেড়েছে ৩৬ ভাগ
পোস্ট হয়েছে: অক্টোবর ১০, ২০১৭

গত বছরের তুলনায় ২০১৭ সালের প্রথম ছয় মাসে রাশিয়ায় ইরানের রপ্তানির পরিমাণ বেড়েছে ৩৬ শতাংশ। অন্যদিকে, ইউরোশিয়ার দেশটি থেকে ইরানে আমদানির পরিমাণ কমেছে ১৬ শতাংশ। রাশিয়ায় অবস্থিত ইরানি দূতাবাসের বাণিজ্য বিষয়ক কর্মকর্তা ফারহাদ পারান্দ এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, দুই দেশের মধ্যে বৈদেশিক বাণিজ্যিক বিনিময় চিত্রে দেখা গেছে যে, ২০১৬ সালের প্রথম ছয় মাসে রাশিয়ায় ইরানের রপ্তানির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১৬৮ মিলিয়ন মার্কিন ডলার। চলতি বছরের একই সময়ে এর পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ২২৮ মিলিয়ন ডলারে।
ইরানি এই কর্মকর্তা বলেন, রাশিয়ার সঙ্গে লেনদেনের টানা প্রবৃদ্ধির বিষয়টি উপলব্ধি করে ইরানের পক্ষ থেকে স্থায়ী প্রচেষ্টা চালানো হয়েছে। যার ফলও পাওয়া গেছে।
পারান্দ আরও জানান, ইরান ২০১৭ সালের প্রথম ছয় মাসে রাশিয়ায় ২২৮ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে। এ সময়ে দেশটি থেকে আমদানি করেছে ৫০৯ মিলিয়ন ডলারের পণ্য।
এর আগে ২০১৬ সালের প্রথম ছয় মাসে রাশিয়া থেকে ৫৯৪ মিলিয়ন ডলারের পন্য আমদানি করেছিল ইরান। অর্থাৎ দেশটি থেকে ইরানের পণ্য আমদানির পরিমাণ কমেছে ১৬ শতাংশ। সূত্র: মেহের নিউজ।