রাশিয়ায় ইরানের মৎস রপ্তানি বাড়ছে
পোস্ট হয়েছে: মে ৩, ২০১৭

ব্যাপকহারে বাড়ছে রাশিয়ায় ইরানের মৎস রপ্তানি।চলতি অর্থ বছরেই দেশটির রপ্তানির পরিমান ৪শ’ থেকে ৫ শ’ মিলিয়ন ডলারে পোঁছাবে বলে জানিয়েছে দেশটির মৎস সংস্থা । ইরানের বার্তা সংস্থা মেহের নিউজ এ খবর দিয়েছে।
ইরানের মৎস সংস্থার পরিচালক ইসা গোলশাহী বলেছেন, মাছের গুণগত মান উন্নয়ন, প্রক্রিয়াজাতকারণ ও বাজার ব্যবস্থাপনায় পরিবর্তন এনে ইরান এ বছরের প্রথম তিন মাসে ৬শ’ টন মাছ রপ্তানি করেছে রাশিয়ায়। গত বছর এ রপ্তানির পরিমাণ মাছ ছিল মোট রপ্তানির সমান। রাশিয়ায় সার্জন, ট্রাউট, চিংড়ি ও অন্যান্য ধরনের মাছ রপ্তানি বৃদ্ধি পাচ্ছে। সূত্র: তেহরান টাইমস।