রবিবার, ১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

রাশিয়ার আন্তর্জাতিক রাসায়নিক প্রদর্শনীতে ইরানের যোগাদান

পোস্ট হয়েছে: অক্টোবর ৩১, ২০২১ 

news-image

রাশিয়ার মস্কোতে চলমান রাসায়নিক, কীটনাশক, বিষ এবং পরীক্ষাগার সরঞ্জামের আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশ নিয়েছে ইরান। আন্তর্জাতিক এই প্রদর্শনীর এবারের ৪৫তম আসরে ১৬টি দেশের কয়েকশ স্বনামধন্য কোম্পানি অংশ নিয়েছে।

এছাড়া ল্যাবরেটরি রাসায়নিক, কীটনাশক এবং সংশ্লিষ্ট সরঞ্জাম উৎপাদনের ক্ষেত্রে তৎপর একটি ইরান-রুশ কোম্পানিও ৪৫তম আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশ নিয়েছে।

ইরান-রুশ কোম্পানির প্রতিনিধির দেওয়া তথ্যমতে, ওই দুই কোম্পানি রাসায়নিক পরীক্ষাগারের উপাদান, কৃষি বিষ, কীটনাশক এবং সংশ্লিষ্ট যন্ত্রপাতি উৎপাদনের ক্ষেত্রে ছয় বছর ধরে সহযোগিতা করে আসছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।