মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

রাশিয়া থেকে স্যাটেলাইট উৎক্ষেপণ করছে ইরান

পোস্ট হয়েছে: নভেম্বর ৫, ২০২৪ 

news-image

রাশিয়ায় ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি বলেছেন, রাশিয়া থেকে দেশটির নতুন স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা করা হয়েছে। ৫ নভেম্বর ভোরের দিকে এই উৎক্ষেপণের পরিকল্পনা রয়েছে।

সোমবার নিজের এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে জালালি বলেন, ইরান মঙ্গলবার (৫ নভেম্বর ২০২৪) ভোরে কওসার এবং হুদহুদ নামে দুটি দেশীয়ভাবে তৈরি উপগ্রহ মহাকাশে উৎক্ষেপণ করবে। ইরানের বেসরকারি খাতের প্রথম এই ধরনের প্রচেষ্টা সফল হবে বলে
তিনি আশা প্রকাশ করেন।

কাউসার স্যাটেলাইটের নকশা প্রক্রিয়া শুরু হয় ২০১৯ সালে। ইরানি কোম্পানি ওমিদফাজা এটি তৈরি করে।
৩০ কেজি ওজনের স্যাটেলাইটটির কক্ষপথের জীবনকাল আনুমানিক তিন বছরেরও বেশি। এটির কালার ইমেজিং রেঞ্জ ১৫কিমি এবং প্রতি সেকেন্ডে ৬ ফ্রেমের ইমেজিং রেট রয়েছে।

কাওসার স্যাটেলাইট কৃষি, ভূমি জরিপ এবং ক্যাডাস্টারে ব্যবহারের জন্য উপযুক্ত বলে জানানো হয়।

সূত্র: মেহর নিউজ