রাশিয়া কিনো উৎসবে যাচ্ছে ২ ইরানি স্বল্পদৈর্ঘ্য
পোস্ট হয়েছে: এপ্রিল ১১, ২০২২

রুশ কিনো চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা করবে ইরানের সোরেহ ফিল্ম ক্লাব প্রযোজিত দুই ইরানি স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘লোনলিনেস’ ও ‘কাইট’।
এহসান মাহবুবি পরিচালিত ও রচিত ‘লোনলিনেস’ একজন বৃদ্ধা নারীকে নিয়ে তৈরি করা হয়েছে। তিনি একাকিত্ব থেকে বেরিয়ে আসার জন্য একটি টেলিফোন আঁকড়ে ধরেন। মোহসেন মালেকি রচিত এবং মোহাম্মদ নবি তালেবি পরিচালিত ‘কাইট’ স্বল্পদৈর্ঘ্যটিতে একটি রাস্তার লড়াইয়ের বর্ণনা দেওয়া হয়েছে, যা সামাজিক সংহতির দিকে পরিচালিত করে। রাশিয়ার রাইবিনস্কে ১৭ থেকে ২১ মে কিনো ফেস্টিভাল অনুষ্ঠিত হবে। আধুনিক তরুণদের আধ্যাত্মিক, নৈতিক, দেশপ্রেমিক এবং নান্দনিক শিক্ষার প্রচারের উদ্দেশ্য নিয়ে উৎসবটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।