রাশিয়া-আর্মেনিয়ায় ইরানের জ্ঞানভিত্তিক পণ্যের বাজার তৈরির উদ্যোগ
পোস্ট হয়েছে: এপ্রিল ২৬, ২০২২
রাশিয়া এবং আর্মেনিয়ায় ইরানি জ্ঞান-ভিত্তিক পণ্যসামগ্রীর আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের জন্য উদ্যোগ নিয়েছে ইরানের উদ্ভাবন এবং সমৃদ্ধি তহবিল। এজন্য দুটি অনুষ্ঠানের আয়োজন করেছে সংস্থাটি।
এই লক্ষ্যে ১০ থেকে ১২ জুন আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানে উদ্ভাবন এবং সমৃদ্ধি তহবিলের সহায়তায় ইরানের চিকিৎসা ও স্বাস্থ্য সরঞ্জামের আন্তর্জাতিক বিশেষায়িত প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এতে পনেরটি জ্ঞান-ভিত্তিক সংস্থা অংশগ্রহণ করবে। প্রদর্শনীতে চিকিৎসা সরঞ্জামের ক্ষেত্রে তৎপর জ্ঞান-ভিত্তিক সংস্থাগুলো তাদের সর্বশেষ পণ্যসামগ্রী প্রদর্শন করবে। যার মধ্যে রয়েছে অপারেটিং রুম এবং জরুরি সরঞ্জাম, চিকিৎসা সামগ্রী, পরীক্ষাগার এবং দাঁতের সরঞ্জাম, অর্থোপেডিক সাপ্লাই এবং পণ্য, হাসপাতালের সরঞ্জাম, রেডিওলজি এবং সোনোগ্রাফি সরঞ্জাম, ডায়াগনস্টিক ইনফরমেটিক্স পণ্য, ন্যানো প্রযুক্তি পণ্য এবং চিকিৎসা উদ্ভাবনী পণ্য ইত্যাদি।
এছাড়া দেশীয় জ্ঞান-ভিত্তিক কোম্পানি এবং রাশিয়ান ব্যবসায়িক প্রতিনিধি দলের অংশগ্রহণে উদ্ভাবন ও সমৃদ্ধি তহবিলের আয়োজনে ২৯তম ‘সানডেজ ফর এক্সপোর্টস’ শীর্ষক প্রদর্শনী অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, ইরানের জ্ঞানভিত্তিক পণ্যের রপ্তানি বাড়াতে কেনিয়া, চীন, রাশিয়া, সিরিয়া এবং তুরস্কে এখন পর্যন্ত উদ্ভাবন ও প্রযুক্তির পাঁচটি কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। সূত্র: তেহরান টাইমস।