রাশিয়ার অ্যারোফ্লোট আবার মস্কো-তেহরান ফ্লাইট চালু করছে
পোস্ট হয়েছে: নভেম্বর ১৮, ২০২০
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2020/11/4bvf057397b8ea1rjvg_800C450.jpg)
রাশিয়ার প্রধান বিমান কোম্পানি অ্যারোফ্লোট আবার মস্কো-তেহরান সরাসরি বিমানের ফ্লাইট চালু করার চিন্তা করছে। তবে করোনাভাইরাসের বিস্তার রোধে যাত্রী পরিবহনের ক্ষেত্রে কিছুটা সীমাবদ্ধতা আরোপ করা হবে।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা বৃহস্পতিবার জানিয়েছে, অ্যারাফ্লোট সপ্তাহের রোব ও বুধবার তেহরানের ইমাম খোমেনী আন্তর্জাতিক বিমানবন্দর এবং মস্কোর শেরেমেতিওভো বিমানবন্দরের মধ্যে ফ্লাইট পরিচালনা করবে।আজ থেকে ফ্লাইট চলাচল শুরু হবে।
ইরনার খবরে বলা হয়েছে, যাত্রীদেরকে বিমানে ওঠার আগে তেহরানের রুশ দূতাবাস থেকে লিখিত অনুমতিপত্র জমা দিতে হবে। তবে ইরানের কূটনীতিক কিংবা সার্ভিস পাসপোর্টধারীদের জন্য এ আইন প্রযোজ্য হবে না। পাশাপাশি রুশ পাসপোর্টধারী ব্যক্তি অথবা রাশিয়ায় রেসিডেন্সি পারমিট রয়েছে এমন ইরানি নাগরিকদের জন্য এই আইন প্রযোজ্য হবে না।
গত মার্চ মাসে করোনাভাইরাসের মহামারী ছড়িয়ে পড়ার আগ পর্যন্ত তেহরান এবং মস্কোর মধ্যে সপ্তাহে পাঁচটি ফ্লাইট পরিচালনা করতো রুশ বিমান কোম্পানি অ্যারোফ্লোট। সেখান থেকে কমিয়ে এখন সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালিত হবে।পার্সটুডে/