রাশিয়ায় সামরিক-প্রযুক্তিগত ফোরামে ইরানের প্রতিরক্ষা সক্ষমতা প্রদর্শন
পোস্ট হয়েছে: আগস্ট ১৪, ২০২৪

রাশিয়ার আন্তর্জাতিক সামরিক-প্রযুক্তিগত ফোরাম ‘আর্মি-২০২৪’ এ ইরানের প্রতিরক্ষা সক্ষমতার একটি অংশ প্রদর্শন করা হয়েছে। মস্কোর প্যাট্রিয়ট পার্কে রুশ ফেডারেশনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই প্রদর্শনের আয়োজন করে। আইআরজিসির খাতাম আল-আম্বিয়া সদর দফতরের সমন্বয়ের উপ-কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী শাদমানির নেতৃত্বে ইসলামি প্রজাতন্ত্র ইরানের একটি উচ্চ-পদস্থ প্রতিরক্ষা প্রতিনিধিদল রাশিয়ার আন্তর্জাতিক সামরিক-প্রযুক্তিগত এই ফোরাম পরিদর্শন করে।
নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, ইসলামি প্রজাতন্ত্র ইরানের উচ্চ-পদস্থ ইরানি সামরিক প্রতিনিধিদল দ্বিপাক্ষিক সম্পর্ক ও পারস্পরিক স্বার্থের বিষয় নিয়ে আলোচনার জন্য অন্যান্য দেশের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সঙ্গে দেখা করবে এবং আলোচনা করবে।
‘আর্মি-২০২৪’ মস্কোর কুবিনকা বিমানঘাটি এবং অ্যালাবিনো সামরিক প্রশিক্ষণ গ্রাউন্ডে ১২-১৪ আগস্ট অনুষ্ঠিত হবে।
ছয়টি দেশ থেকে প্রায় দেড় হাজার প্রদর্শক এবং ৮৩টি কোম্পানি ফোরামের এবারের দশম পর্বে অংশ নেবে। এছাড়াও ১৮টি উচ্চ-পদস্থ সামরিক প্রতিনিধি দল প্রদর্শনে অংশ নেবে। সূত্র: মেহর নিউজ