মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

রাশিয়ায় ইরানের রপ্তানি বেড়েছে ৬০শতাংশ

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ২৪, ২০২২ 

news-image

চলতি ইরানি ক্যালেন্ডার বছরের (২১ মার্চ ২০২১ থেকে যা শুরু হয়) শুরু থেকে এপর্যন্ত রাশিয়ায় ইরানের রপ্তানি ৬০ শতাংশ বেড়েছে। ইরান-রাশিয়া জয়েন্ট চেম্বার অব কমার্সের চেয়ারম্যান হাদি তিজুশ তাবান এই তথ্য জানান।

মঙ্গলবার তেহরানের স্থায়ী আন্তর্জাতিক মেলার মাঠে অনুষ্ঠিত ইরান-রাশিয়া বাণিজ্য সম্মেলনে তাবান এই মন্তব্য করেন।ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ইরান ইন্ডাস্ট্রিজ রিসার্চ (এমপিএসইরান) আয়োজিত এই অনুষ্ঠানে তিজোশ তাবান এবং এমপিআইরানের ব্যবস্থাপনা পরিচালক সিনা সানজারি সহ উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সূত্র: তেহরান টাইমস।