শনিবার, ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

‘রামসার সাইট’ হিসেবে স্বীকৃতি পাচ্ছে ইরানের ‘হুর-আল-আজিম’ জলাভূমি

পোস্ট হয়েছে: জুন ২১, ২০২০ 

news-image

‘আন্তর্জাতিক রামসার কনভেনশনের তালিকায় নিবন্ধিত হতে যাচ্ছে ইরানের হুর-আল-আজিম জলাভূমি। চলতি ইরানি বছরের (১৯ মার্চ ২০২১) শেষ নাগাদ গুরুত্বপূর্ণ জলাভূমিটি রামসার সাইট হিসেবে স্বীকৃতি পাবে বলে আশা করা হচ্ছে।

হুর-আল-আজিম ইরাক সীমান্তবর্তী দক্ষিণ পশ্চিম খুজেস্তান প্রদেশে অবস্থিত। তেল খাতের বিভিন্ন প্রকল্প ও সেখানে পানি প্রবেশ বন্ধ করায় জলাভূমিটি শুকিয়ে বিশাল বালু ও ধূলিকণা ঝড়ের হটস্পটে পরিণত হয়েছে।

জলাভূমির সংরক্ষণ ও উপযুক্ত ব্যবহার বিষয়ক রামসার কনভেনশন জলাভূমির মৌলিক বাস্তুতান্ত্রিক কার্যক্রম ও তার অর্থনৈতিক, সাংস্কৃতিক, বৈজ্ঞানিক ও বিনোদনমূলক মূল্যকে স্বীকৃতি দেয়।  

ইরানের পরিবেশ অধিদপ্তরের (ডিওই) সামুদ্রিক পরিবেশ অ্যাফেয়ার্সের প্রধান আহমাদ রেজা লাহিজানজাদেহ বলেন, মূল্যবান হুর-আল-আজিম জলাভূমি এখন পর্যন্ত রামসার কনভেনশনে নিবন্ধিত হয়নি। গত বছর নিবন্ধনের জন্য আমরা আবেদন করেছি এবং প্রাথমিক পদক্ষেপ সম্পন্ন করা হয়েছে। এবছরের শেষ নাগাদ রামসার সাইট হিসেবে তালিকাভূক্ত হবে। সূত্র: তেহরান টাইমস।