রসায়ন অলিম্পিয়াডে ইরানি শিক্ষার্থীদের চার মেডেল
পোস্ট হয়েছে: আগস্ট ১, ২০১৯
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2019/08/3193116.jpg)
আন্তর্জাতিক রসায়ন অলিম্পিয়াডে (আইসিএইচও ২০১৯) চারটি মেডেল জিতেছে ইরানের রসায়নের শিক্ষার্থীরা। ফ্রান্সের প্যারিসে ২১ থেকে ৩০ জুলাই এই অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।
আইসিএইচও ২০১৯ এ বিশ্বের ৮০টি দেশের প্রতিযোগীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিয়ে ইরানি শিক্ষার্থীরা ১ টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জপদক জয় করে।আন্তর্জাতিক এই অলিম্পিয়াডেপদক জয়ী ইরানি শিক্ষার্থী মোস্তফা মঘিমি স্বর্ণ, আলী জাহরমী এবং আমির রেজা বাহেরী রৌপ্য ও আমির আলী আহরাবি ব্রোঞ্জপদক জয় করে।এর আগে ইরানের শিক্ষার্থীরা ২০১৮ সালে আন্তর্জাতিক রসায়ন অলিম্পিয়াডে চারটি রৌপ্যপদক লাভ করে।
ইন্টারন্যাশনাল কেমিস্ট্রি অলিম্পিয়াড (আইসিএইচও) মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ের বিশ্বের সবচেয়ে প্রতিভাবান রসায়ন শিক্ষার্থীদের জন্য একটি বার্ষিক প্রতিযোগিতা। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা নিজ নিজ দেশের জাতীয় রসায়ন অলিম্পিয়াডে বিজয়ী হয়ে এখানে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পান।বিশ্বের বিভিন্ন দেশের তরুণরা খোলামেলা, বন্ধুত্বপূর্ণ ও শান্তিপূর্ণ মন নিয়ে এখানে সমবেত হন। সূত্র: মেহর নিউজ এজেন্সি