রসায়ন অলিম্পিয়াডে ইরানের শিক্ষার্থীদের ৪ পদক
পোস্ট হয়েছে: জুলাই ২১, ২০২২

আন্তর্জাতিক রসায়ন অলিম্পিয়াডে ২টি স্বর্ণ ও ২টি রৌপ্যপদক জিতেছে ইরানের জাতীয় রসায়ন অলিম্পিয়াড দল। ভারচুয়াল প্রতিযোগিতাটি ৮৪টি দেশের অংশগ্রহণে চীনে অনুষ্ঠিত হয়।
ব্যতিক্রমী প্রতিভা বিকাশ বিষয়ক ইরানের জাতীয় সংস্থার তথ্যমতে, আন্তর্জাতিক রসায়ন অলিম্পিয়াডে মোহাম্মদ হোসেন বারাকাতি ও ইলিয়া কাহভান্দ স্বর্ণপদক জিতেছে এবং সৈয়দ আমির হোসেন রাজাভি ও আমির মোহাম্মদ হোসেইনি প্রত্যেকে রৌপ্য পদক জিতেছে। এরআগে ইরানের জাতীয় জীববিজ্ঞান অলিম্পিয়াড দল ৩৩তম আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে ৪টি স্বর্ণপদক জিতে বিশ্বে প্রথম স্থান অধিকার করে। ২০২২ ওয়ার্ল্ড বায়োলজি অলিম্পিয়াড ১০ থেকে ১৮ জুলাই ইয়েরেভানের ইয়েরেভান স্টেট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়। সূত্র: মেহর নিউজ।