বৃহস্পতিবার, ১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

রক ক্লাইম্বিং চ্যাম্পিয়নশিপে স্বর্ণ ও রৌপ্য জিতলেন ২ ইরানি

পোস্ট হয়েছে: নভেম্বর ১৭, ২০২৪ 

news-image

ভারতে চলমান ইয়ুথ এশিয়ান রক ক্লাইম্বিং চ্যাম্পিয়নশিপে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সারিনা গাফ্ফারি স্বর্ণপদক জিতেছেন। বোল্ডারিং রক ক্লাইম্বিংয়ে তরুণী বিভাগে প্রথম হয়ে তিনি এই পদক পেয়েছেন। ইরানের জাতীয় দলের আরেক সদস্য সারা যেরায়াতজাদেহ বোল্ডারিংয়ে পঞ্চম স্থানে রয়েছেন। এর আগে বোল্ডারিংয়ে রৌপ্য পদক জিতেছিলেন ইরানের মাহদিসা হামিদনেজাদ।

ইরানের নারীরা অন্যান্য অঙ্গনের পাশাপাশি ক্রীড়াঙ্গনেও ব্যাপক তৎপর রয়েছে এবং একের পর এক সাফল্য অর্জন করছে। পার্সটুডে।