রক্ত জমাট-বাঁধানোর প্রযুক্তিতে বিশ্বে শীর্ষ চারে ইরান
পোস্ট হয়েছে: জানুয়ারি ২৬, ২০২১

রক্ত জমাট-বাঁধানোর একটি কার্যকর পদার্থ তৈরি করতে সক্ষম হয়েছে ইরানের বিজ্ঞানীরা। বিশ্বে এই পদার্থটি হাতেগোনা কয়েকটি দেশ উৎপাদন করতে সক্ষম হয়েছে। ইরান এখন সেই সীমিত সংখ্যক দেশের তালিকায় অন্তর্ভুক্ত হলো।
আজকের দিনে দুর্ঘটনাজনিত মৃত্যুর বিশাল একটা অংশ অনিয়ন্ত্রিত রক্তপাতের কারণে ঘটে থাকে। এই ক্ষেত্রে কৃত্রিমভাবে রক্ত জমাটবদ্ধ করার পদার্থ অল্প সময়ের মধ্যেই খুব সহজেই রক্তপাত বন্ধ করে দেয়। তাই দুর্ঘটনাজনিত মৃত্যু কমাতে পদার্থটির উৎপাদনকে এই ক্ষেত্রের বিজ্ঞানীদের জন্য মহাসাফল্য হিসেবে দেখা হচ্ছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।