শুক্রবার, ২১শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

যৌথ কমিশনের বৈঠক: ইরানের সঙ্গে বাণিজ্য বাড়াবে কাতার

পোস্ট হয়েছে: মে ১৪, ২০১৮ 

news-image

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াবে কাতার। দেশটির অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সহযোগিতা বিভাগ বলেছে, চলতি বছরের শেষ নাগাদ ইরানের সঙ্গে বাণিজ্যের পরিমাণ বাড়িয়ে ১০০ কোটি ডলারে নেয়া হবে।

মন্ত্রণালয়ের কর্মকর্তা আহমাদ আদনান ইরান-কাতার যৌথ অর্থনৈতিক কমিশনের ৬ষ্ঠ বৈঠকে এ কথা জানান। ১৩ বছর পর এ বৈঠক  রোববার শুরু হয়েছে এবং আজ তা শেষ হওয়ার কথা।

ইরান ও কাতারের মধ্যে গত বছর বার্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল নয় কোটি ডলার তবে ফারসি বছরের শেষ নাগাদ তা বেড়ে দাঁড়ায় ২৫ কোটি ডলারে। গত ২০ মার্চ ফারসি বছর শেষ হয়েছে। আহমাদ আদনান বলেন, ইরানে পণ্য প্রবেশের ক্ষেত্রে শূল্কের উঁচু হার বিরাট বাধা।

সৌদি আরব ও তার আঞ্চলিক কয়েকটি মিত্র দেশের আরোপ করা নিষেধাজ্ঞার মধ্যে ইরান যে সহযোগিতা করেছে সেজন্য কাতারের এ কর্মকর্তা তেহরানকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন। ২০১৭ সালে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশর কাতারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার পরপরই ইরান বিশেষ বিমানে করে কাতারে খাদ্য সহায়তা পাঠায়। -পার্সটুডে।