সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

যে কোনো আগ্রাসীর জন্য ইরান হবে মৃত্যুপুরী: আইআরজিসি

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ২২, ২০১৬ 

news-image
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রভাবশালী কমান্ডার মেজর জেনারেল গোলাম আলী রাশিদ বলেছেনযে কোনো আগ্রাসীর জন্য ইরান হবে মৃত্যুপুরী। বুধবার ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর আব্বাসে জাতীয় প্রতিরক্ষা সপ্তাহর অনুষ্ঠানে তিনি এ কথা বলেছেন।
 
খাতামুল আম্বিয়া বিমান ঘাঁটির কমান্ডার জেনারেল গোলাম আলী রাশিদ আরও বলেছেনআজকের দিনটি কেবল শত্রুদের আগ্রাসন শুরুর বার্ষিকী নয় বরং এ দিনটি ইরানের সশস্ত্র বাহিনীর বীরত্বপূর্ণ সংগ্রামের ইতিহাসও স্মরণ করিয়ে দেয়।
4bk9689dc577b8efeg_800c450-1
 
তিনি বলেনইরান যুদ্ধ চায় নাতবে ইরানের ইসলামি বিপ্লবধর্মীয় মূল্যবোধ এবং স্বাধীনতা-সার্বভৌমত্বের ওপর আঘাত এলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে।
 
১৯৮০ সালের এ দিনে ইরাকি বাহিনী ইসলামি ইরানের উপর সর্বাত্মক হামলা শুরু করে। ইরাকি বাহিনীর হামলা শুরুর বার্ষিকী উপলক্ষে প্রতি বছর ইরানে প্রতিরক্ষা সপ্তাহ উদযাপন করা হয়।সূত্র: পার্সটুডে