যেভাবে চার লাখ মানুষের কর্মসংস্থান করবে ইরানের চ্যারিটি ফাউন্ডেশন
পোস্ট হয়েছে: জুন ২৬, ২০২৩

চলতি ইরানি ক্যালেন্ডার বছরে ৪ লাখ মানুষের কর্মসংস্থান তৈরির পরিকল্পনা হাতে নিয়েছে ইরানের বারেকাত চ্যারিটি ফাউন্ডেশন। ২০২৪ সালের ২০ মার্চ চলতি ইরানি বছর শেষ হবে। এরই মধ্যে বাস্তবায়ন করা হবে এই পরিকল্পনা। ইরানের সর্বোচ্চ ইমামের আদেশ কার্যকর বিষয়ক সদর দফতর অনুমোদিত বারেকাত চ্যারিটি ফাউন্ডেশন গত বছর কর্মসংস্থান তৈরির জন্য প্রায় ৮২ ট্রিলিয়ন রিয়াল (প্রায় ১৬৫ মিলিয়ন মার্কিন ডলার) বিনিয়োগ করেছে। এতে প্রায় ৩ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। বার্তা সংস্থা ইরনা ফাউন্ডেশনের সিইও মোহাম্মদ তোরকামানেহকে উদ্ধৃত করে এই তথ্য দিয়েছে।
তিনি বলেন, আমাদের পরিকল্পনার প্রায় ৫০ শতাংশ কৃষি ক্ষেত্রে বাস্তবায়িত করা হয়েছে এবং ৭০ টিরও বেশি বিভাগ নির্ধারণ করা হয়েছে। কৃষি ক্ষেত্রে প্রায় ১ লাখ ৪৪টি পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে এবং এতে প্রায় ৫ লাখ ৪০ হাজার জনের কর্মসংস্থান সৃষ্টি করা হয়েছে।
এছাড়া, বঞ্চিতদের জন্য প্রায় ৪২ হাজার ঘর দেওয়া হয়েছে। দুইজনের বেশি প্রতিবন্ধী সদস্য রয়েছে এমন পরিবারের জন্য প্রায় সাড়ে তিন হাজার আবাসিক ইউনিট তৈরি করা হয়েছে। সূত্র: তেহরান টাইমস।