শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

যুব অলিম্পিকের টিকেট নিশ্চিত করলো ইরানি ফুটবল দল

পোস্ট হয়েছে: মে ২৮, ২০১৭ 

news-image
আর্জেন্টিনার রাজধানী বুয়েন্সআয়ার্সে অনুষ্ঠেয় আসন্ন ২০১৮ গ্রীষ্মকালীন যুব অলিম্পিকের টিকেট নিশ্চিত করেছে ইরানের পুরুষ অনূর্ধ-২০ ফুটবল দল। ২০১৭ এএফসি অনূর্ধ-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপে ইরানি ফুটবল দল প্রতিপক্ষ থ্যাইল্যান্ডকে হারিয়ে অলিম্পিকের চূড়ান্ত আসরে খেলার যোগ্যতা অর্জন করে।
গত বুধবার থ্যাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালের ম্যাচে স্বাগতিকদের ৭-৫ গোলে পরাজিত করে ইরান। এর মধ্যদিয়ে ২০১৮ সালের যুব অলিম্পিকের জন্য নিজেদের টিকেট নিশ্চিত করলো দেশটি।
শুক্রবার ২০১৭ এএফসি অনূর্ধ-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে ইরানের পুরুষ অনূর্ধ-২০ ফুটবল দল ইরাকের মুখোমুখি হবে।
এবারের টুর্নামেন্ট থাইল্যান্ডে ১৬ মে শুরু হয়। আজ ফাইনাল খেলার মধ্য দিয়ে এর পর্দা নামবে। মহাদেশের ২১টি টিম এই খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে।