যুদ্ধ সরঞ্জামসহ নতুন স্নাইপার রাইফেলের উন্মোচন করল ইরান
পোস্ট হয়েছে: মে ৯, ২০১৭

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেহ্কান ইসলামি প্রজাতন্ত্রের নিজস্ব প্রযুক্তিতে তৈরি স্নাইপার রাইফেলের উন্মোচন করেছেন। নির্ভুল লক্ষ্যভেদে সক্ষম এ রাইফেলের পাশাপাশি ইরানের তৈরি আরো সামরিক সরঞ্জামেরও উন্মোচন করা হয়।
১২.৭ মিলিমিটার নাসের স্নাইপার রাইফেল ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র পদাতিক বাহিনীর অনুরোধে তৈরি করা হয়েছে। এ ছাড়া আইআরজিসি’র অনুরোধে তৈরি করা নতুন কালাশনিকভ ১৩৩ রাইফেলও উন্মোচন করা হয়।
এ ছাড়া, ইরানের তৈরি ধারাবাহিক বহুব্যান্ডের রেডিও ট্রান্সমিটার উন্মোচন করা হয়েছে। নির্ধারিত এবং পরিবর্তিত ফ্রিকোয়েন্সি মোডে ভয়েস এবং ডাটা সংযোগ স্থাপনের সক্ষমতা আছে এ সব রেডিওর।
সূত্র: পার্সটুডে।