মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

যুদ্ধজাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের গণ-উৎপাদন শুরু করেছে ইরান

পোস্ট হয়েছে: মার্চ ১৫, ২০১৫ 

news-image

ইসলামি প্রজাতন্ত্র ইরান যুদ্ধজাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্রের গণ-উৎপাদন শুরু করেছে।  নিজস্ব প্রযুক্তিতে তৈরি কাদির নামের এ ক্ষেপণাস্ত্র খুব নীচু দিয়ে উড়ে গিয়ে লক্ষ্যমাত্রায় নির্ভুলভাবে আঘাত হানতে পারে।

ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অ্যারোস্পেস শিল্প সংস্থায় এক অনুষ্ঠানের মাধ্যমে আজ (শনিবার) এই দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের গণ-উৎপাদন শুরু হয়। প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেহকান এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

দেহকান এ সম্পর্কে সাংবাদিকদের বলেন, এরই মধ্যে কাদিরের পরীক্ষামূলক নির্মাণ পর্ব ও গবেষণা শেষ হয়েছে। বিমান ও হেলিকপ্টারসহ বিভিন্ন যানবাহন থেকেও এ ক্ষেপণাস্ত্র ছোঁড়ার পরীক্ষা সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি। ইরানের তৈরি নতুন প্রজন্মের ৩০০ কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র কাদিরের প্রচণ্ড ধ্বংস ক্ষমতা রয়েছে।

প্রেসিডেন্ট হাসান রুহানি এবং প্রতিরক্ষামন্ত্রীর উপস্থিতিতে ২০১৪ সালের ২৪ আগস্ট কাদির ক্ষেপণাস্ত্র প্রথম উন্মোচন করা হয়। কয়েকটি কাদির ক্ষেপণাস্ত্র ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র নৌ বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

রেডিও তেহরান, ১৪ মার্চ, ২০১৫