শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

যুক্তরাষ্ট্রে অভিনেত্রী অ্যাওয়ার্ড পেল ইরানের নোনাহালি

পোস্ট হয়েছে: জুন ১২, ২০১৭ 

news-image

যুক্তরাষ্ট্রের ফেস্টিজিয়াস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ইরানি অভিনেত্রী রোয়া নোনাহালি। শাহারজাদ দাদগার পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘হাইলাইট’এ ভালো অভিনয়ের জন্য তাকে এই অভিনেত্রী অ্যাওয়ার্ড দেয়া হয়েছে।

‘হাইলাইট’ ছবিটি প্রথমবারের মতো আন্তর্জাতিক চলচ্চিত্র প্রতিযোগিতায় অংশ নিয়ে এ পুরস্কার লাভ করেছে। চলচ্চিত্রে একজন উৎসাহী নারী হিসেবে নোনাহালিকে ফেস্টিজিয়াস উৎসবের অভিনেত্রী অ্যাওয়ার্ড দেয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে মাসব্যাপী এই চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হচ্ছে। এছাড়াও ছবিটিতে নাসিম আদাবি, সানাজ মেসবাহ, রাবি মাদানি, শাফাঘ শোকরি ও বেহনাজ জাফরি অভিনয় করেছেন।

সূত্র: মেহের নিউজ।