মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

যুক্তরাষ্ট্রের কথা ও কাজে মিল চান জারিফ

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ২৯, ২০১৬ 

news-image

যুক্তরাষ্ট্র নীতি পরিবর্তন করলে ইরানের সঙ্গে বৈরিতার অবসান ঘটতে পারে বলে আভাস দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ। তিনি বলেন, ইরানের আস্থা ও বিশ্বস্ততার কারণেই পারমাণবিক ইস্যুতে গ্রহনযোগ্য চুক্তি সম্ভব হয়েছে এবং যুক্তরাষ্ট্র তার ইরান নীতি পরিবর্তন করতে পারলে এক্ষেত্রে আরো এগিয়ে যাওয়া সম্ভব। এজন্যে যুক্তরাষ্ট্রকে সর্বপ্রথম ইরানের ওপর থেকে অবিশ্বাস দূর করতে হবে। ইরান সম্পর্কে যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য পরিহার করতে হবে। যা তারা ইরানে ভীতি তৈরির জন্যে করে থাকে। দ্বিতীয়ত যুক্তরাষ্ট্রকে তাদের অপপ্রচার বন্ধ করতে হবে। এবং তারা যে প্রতিশ্রুতি রাখতে পারে তার প্রমাণ দিতে হবে। জারিফ পারমাণবিক ইস্যু নিয়ে যে চুক্তি হয়েছে তা সততার সঙ্গে অনুসরণের ওপর গুরুত্ব দেন। ইরানের বার্তা সংস্থা ইসনাকে দেয়া এক সাক্ষাতকারে জারিফ এ অভিমত দেন।

জারিফ বলেন, মার্কিন প্রশাসন থেকে শুরু করে দেশটির প্রেসিডেন্ট ও কংগ্রেসকে নিজ নিজ ভূমিকা সম্পর্কে সামঞ্জস্যপূর্ণ ভূমিকা রাখতে হবে যাতে করে ইরানের ওপর নতুন করে অবরোধ আরোপ করা না হয়। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যা বলা হয় তা ইরানের সঙ্গে কৃত চুক্তির সঙ্গে খাপ খায় কি না তাও ইরান বিবেচনার মধ্যে রাখে। যুক্তরাষ্ট্র কি বলছে, তার চেয়ে বরং দেশটির ভূমিকাকে গুরুত্ব দেয় ইরান। জারিফ আরো বলেন,যুক্তরাষ্ট্র এখনো এমন কোনো উদ্যোগ নেয়নি যা দেখে মনে হবে ইরান তাকে অবিশ্বাস না করে তার ওপর পূর্ণ আস্থা রাখতে পারে। যুক্তরাষ্ট্রে দিক থেকে এখনো ইরানের আস্থা অর্জনে অনেক কিছুই করার বাকি। ইরানের ব্যাংকগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের ব্যাংকগুলোর লেনদেন সম্পর্ক স্বাভাবিক করতে কিছু পদক্ষেপকে স্বাগত জানিয়ে জারিফ বলেন, ইরানের ওপর থেকে অবরোধ প্রত্যাহার হলেও তা পুরোপুরি অকার্যকর করতে এখনো অনেক উদ্যোগ নেয়ার আছে। সূত্র: ফিন্যান্সিয়াল ট্রিবিউন