শনিবার, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

যুক্তরাষ্ট্রকে হারিয়ে কুস্তি বিশ্বকাপ জিতল ইরান

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ১৯, ২০১৭ 

news-image

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পুরুষ জাতীয় ফ্রিস্টাইল কুস্তি দল মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় দলকে পরাজিত করে ২০১৭ সালের বিশ্বকাপ জিতেছে। ইরানের পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ শহরে এবারের বিশ্বকাপের আসর বসে।

শুক্রবার সন্ধ্যায় কেরমানশাহ ইমাম খোমেনী স্পোর্ট ভেন্যুতে অনুষ্ঠিত খেলায় ইরান প্রতিপক্ষ আমেরিকাকে ৫-৩ ব্যবধানে হারিয়ে শিরোপা নিশ্চিত করে। ইরানের ২৭ বছর বয়সী হাসান সাবজালি মার্কিন কুস্তিবিদ আন্থোনি রামোসকে ৫৭ কিলোগ্রাম ওজন শ্রেণির খেলায় ৬-০ পয়েন্টে পরাজিত করেন। ৬১ কেজি ওজন শ্রেণিতে মাসুদ ইসমাইলপুর জোবায়েরির কাছে আমেরিকার লোগান স্টিবার হেরে যান ২-৬ পয়েন্টে।

4bmu9bb3d0e7f1n2f4_800C450ইরানের আরেক প্রতিদ্বন্দ্বী মেইসাম নাসিরি ৬৫ কেজি ওজন শ্রেণিতে ৫-৪ পয়েন্টে পরাজিত করেন আমেরিকার ফ্রাংক অ্যানিলো মোলিনারোকে। এছাড়া, ৭০ কেজি ওজন শ্রেণিতে মোস্তফা হোসেইনখনির কাছে ২-০ তে হেরে যান জেমস গ্রিন।

৭৪ কেজি ওজন শ্রেনিতে আমেরিকার বিশ্ব ও অলিম্পিক চ্যাম্পিয়ন জর্ডান আর্নেস্টের কাছে ৩-২ পয়েন্টের ব্যবধানে ইরানের প্রতিদ্বন্দ্বী পেইমান ইয়ারামাদি হেরে যান।

৮৪ কেজি ওজন শ্রেণিতে মার্কিন কুস্তিবিদ ডেভিড টেইলরের কাছে কৌশলগত ভুলের কারণে ৮-৪ পয়েন্টে হেরে যান ইরানের হাসান ইয়াজদানি। এছাড়া, ইরানের আমির মোহাম্মাদি মার্কিন প্রতিদ্বন্দ্বী কাইলে ফ্রেডেরিক সিন্ডারের কাছে হেরে যান ৯৭ কেজি ওজন শ্রেণিতে। তিনি পরাজিত হন ৬-০ পয়েন্টে।

4bmu38a6e8e7aan2g0_800C450

তবে, ১২৫ কেজি ওজন শ্রেণিতে কোমেইল কাসেমি ৫-০ পয়েন্টে দৃষ্টিনন্দন বিজয় অর্জন করেন। তিনি মার্কিন কুস্তিবিদ নিক গুইয়াজডোস্কিকে পরাজিত করেন। এ নিয়ে ইরানের জাতীয় কুস্তিদল ২০১২ সাল থেকে টানা রেকর্ড সংখ্যক ছয়বার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার  গৌরব অর্জন করল।

4bmuf37e882948n2aw_800C450 (1)

২০১৭ সালের ফ্রিস্টাইল কুস্তি বিশ্বকাপ শুরু হয় বৃহস্পতিবার এবং শুক্রবার তা শেষ হয়। এবারের আসরে আজারবাইজান ব্রোঞ্জ পদক পর্বের খেলায় তুরস্ককে পরাজিত করে তৃতীয় স্থান অর্জন করেছে। রাশিয়া রয়েছে পঞ্চম অবস্থানে। প্রতিযোগিতায় ভারতকে হারিয়ে জর্জিয়া হয়েছে সপ্তম।

এদিকে, কুস্তি বিশ্বকাপ জেতায় জাতীয় দলের খেলোয়াড় ও কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি।   সূত্র: পার্সটুডে।