শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

যুক্তরাজ্যে লিফ্ট-অফ উৎসবে লড়বে ‘লোজার’

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ১৬, ২০২৩ 

news-image

ইরানী চলচ্চিত্র নির্মাতা মাসুদ তাইয়েবি পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘লোজার’ যুক্তরাজ্যের লিফ্ট-অফ চলচ্চিত্র উৎসবে দেখানোর কথা রয়েছে৷ শর্ট ফিল্মটি এমন একজন নারীর গল্প বর্ণনা করেছে যে সামাজিক ও পারিবারিক চাপের কারণে তার স্বামীকে হত্যা করে।

স্বপ্পদৈর্ঘ্যটির অভিনেতাদের মধ্যে রয়েছেন আতেফেহ জালালী, সাদেগ জারে, কামরান হাজ আলী-আকবরী এবং সোমায়ে তাইয়েবি।লন্ডন লিফ্ট-অফ ফিল্ম ফেস্টিভ্যাল ২০১০ সালে প্রথমবারের মতো সিনেমা আহ্বান জানিয়ে শুরু হয়। লন্ডনের প্রথম বছরে উৎসবটি সারা বিশ্ব থেকে ৭৫০ টিরও বেশি চলচ্চিত্র পায়। সূত্র: মেহর নিউজ।