বুধবার, ১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

যুক্তরাজ্যের এনকাউন্টার্স উৎসবে ইরানের ‘স্পটেড ইয়েলো’

পোস্ট হয়েছে: আগস্ট ৮, ২০২১ 

news-image

যুক্তরাজ্যে অনুষ্ঠিত এনকাউন্টার্স চলচ্চিত্র উৎসব ২০২১ এ দেখানো হবে ইরানি স্বল্পদৈর্ঘ্য ছবি ‘স্পটেড ইয়েলো’। ছবিটি পরিচালনা করেছেন বারান সারমাদ।

এনকাউন্টার্স যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় একটি স্পল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব। ব্রিস্টলে এবছরের শেষের দিকে এই উৎসব অনুষ্ঠিত হবে।

‘স্পটেড ইয়েলো’ এ রোয়া নামের একটি মেয়ের গল্প তুলে ধরা হয়েছে। তার চেহারায় একটি হলুদ দাগ রয়েছে। একদিন সে তার জীবনে একটি প্রকৃত জিরাফের নিদর্শন অনুভব করে এবং তার স্বাভাবিক জীবন পরিবর্তিত হয়ে যায়।

ইরানি স্বল্পদৈর্ঘ্যটি ইতোমধ্যে আমেরিকার আটলান্টা চলচ্চিত্র উৎসব ও স্কটল্যান্ডের গ্লাসগো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছে।

এছাড়া ছবিটি ক্যালিফোর্নিয়ার পালম স্প্রিংস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হয়। সূত্র: মেহর নিউজ এজেন্সি।